শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাবেরকেও বিতর্কের আমন্ত্রণ নাজমুলের

সাবেরকেও বিতর্কের আমন্ত্রণ নাজমুলের

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ বিসিবি’র নির্বাচন নাও হতে পারে- এ গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন এডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচন আয়োজনের অন্যতম কাজ কাউন্সিলর চেয়ে চিঠি আগামী ৭-৮ দিনের মধ্যেই দিয়ে দেয়া হবে বলেও নিশ্চিত করেন তিনি। তবে এর আগে তিনিই বলেছিলেন, ১২ই আগস্ট কাউন্সিলরদের চিঠি দিয়ে দেয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত কয়েক দফা চিঠি দেয়ার তারিখ শোনা গেলেও সেই চিঠি এখন দিতে পারেনি বিসিবি। সেই কারণে গুঞ্জন উঠেছে শেষ পর্যন্ত বিসিবি’র নির্বাচন হয় কি না! তবে বিসিবি’র নির্বাচন হোক বা না হোক নির্বাচন ইস্যু নিয়ে জমে উঠেছে বিসিবি’র সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও বর্তমান সভাপতি নাজমুল হাসানের নির্বাচনী লড়াই। এরই মধ্যে দুজনই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে সাবের হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে নাজমুল হাসানকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছিলেন মুখোমুখি বিতর্কের। আর গতকাল সেই আমন্ত্রণ গ্রহণ করে নাজমুল হাসান পাপন যেকোন দিন তার মুখোমুখি হওয়ারও ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার হঠাৎ করেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি সাবের হোসেনের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ‘যখন তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন তখন আমি দেশের বাইরে ছিলাম। তাই তার আমন্ত্রণ গ্রহণ করা সম্ভব হয়নি। আমিও চাই তার (সাবের) মুখোমুখি হতে। তবে তাকে সেখানে একা থাকতে হবে। সাংবাদিকরা তো থাকবেনই। সেটা কোন একটি চ্যানেলেও হতে পারে আবার অন্য কোথায়ও। তবে এই বিতর্কটা হবে শুধু তার আর আমার মধ্যেই। আমি চাই আমরা যা বলবো তার রেকর্ডও থাকতে হবে।’
অক্টোবরে বিসিবি’র নির্বাচন!
‘আমাদের নির্বাচন করতেই হবে। বিসিবি’র নির্বাচন না করার কোন সুযোগ নেই। কারণ আইসিসি’র বাধ্যবাধকতা আছে। এমনিতেই আমরা আইসিসি’র দেয়া টাইম লাইনের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হয়েছি। আমরা আগামী মাসেই নির্বাচন করবো, এটা বলতে পারি ঈদের আগেই নির্বাচন হবে।’- নির্বাচন না হওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়ে নাজমুল হাসান নিজের অবস্থান এভাবেই পরিষ্কার করেন। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর ৩৬ দিন পার হয়ে গেছে এখনও নির্বাচন করতে পারেনি বিসিবি। এমনকি নির্বাচনের প্রাথমিক কাজ কাউন্সিলর চেয়ে চিঠিও দিতে পারেনি বিসিবি। তাহলে এই বিলম্বের কারণ কি? এই বিষয়ে বোর্ড সভাপতি বলেন, ‘আসলেই নির্বাচনের অনেক কাজ ও অনেক জটিলতা। আমাদের অনেক সাবধানে এগিয়ে যেতে হচ্ছে। আমি তাড়া হুড়ো করে এমন কিছু করতে চাই না। যেন যারা আদালতে গিয়েছিলেন তারা আবারও আদালতে যাওয়ার সুযোগ না পায়। আমি চাই কেউ হারুক বা জিতুক নির্বাচনটা অন্তত সুষ্ঠু হোক। ’ আগে থেকেই গুঞ্জন ছিল বিসিবির নির্বাচন হতে পারে অক্টোবরে। একটি সূত্র থেকে জানা গিয়েছিল অক্টোবরের ৯ থেকে ১২ তারিখে মধ্যে বিসিবি’র নির্বাচন সম্পন্ন হতে পারে। গতকাল নাজমুল হাসানের বক্তব্যে তেমন আভাসই পাওয়া গেছে। তিনি বলেন, ‘আসলে আমাদের ইচ্ছে ছিল এ মাসের শেষের দিকেই নির্বাচন করার কিন্তু কিছু জটিলতার কারণে তা যদি না হয় তাহলে আগামী মাসে (অক্টোবর) শুরুর ৭-৮ দিনের মধ্যে নির্বাচন আমরা করবোই।’
‘স্টেডিয়াম সরিয়ে নেয়ার কথা পরে ভাবা যাবে’
আজ কক্সবাজারে শেখ কামাল স্টেয়িডাম ও ক্রিকেট কমপ্লেক্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার সঙ্গে তার দেখা হওয়ার পর তাকে অনুরোধ করেছিলাম স্টেডিয়াম উদ্বোধনের। তিনিও রাজি হয়েছেন। তিনি এই স্টেডিয়াম উদ্বোধন করার পর এই স্টেডিয়ামে এখানে থেকে সরিয়ে নেয়া হবে কি না সিভিল এভিয়েশনের প থেকে তখন তার (প্রধানমন্ত্রী) সঙ্গেই আলোচনা করবে।’- সিভিল এভিয়েশনের জায়গাতে নির্মিত স্টেডিয়ামটি অস্থায়ীভাবে হচ্ছে তা টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলে সরিয়ে নেয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে স্টেডিয়াম থাকবে এটা এখন কক্সবাজারের সাধারণ মানুষেরই দাবি। তবে আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হোক, তারপরই ভাবা যাবে সেই কথা। শুনেছি, এখানে পর্যটনের আগে একটি পরিকল্পনা ছিল কিছু একটা নির্মাণ করার। তারা যদি আমাদের এর চেয়ে ভাল জায়গাতে স্টেডিয়াম করে দিয়ে সন্তুষ্ট করতে পারে তবেই সিরিয়ে নেয়ার বিষয়টি আসবে।’
অন্যদিকে পর্যটনের সঙ্গে কোন ঝামেলা নেই বললেও এখনও এমওইউতে দুই পরে স্বার না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে পর্যটনের সঙ্গে আমাদের কোন ঝামেলা নেই। তবে তারা যে চিঠিটি দিয়েছিল সেখানে লেখা ছিল যে কক্সবাজারে অনুষ্ঠিত খেলার টিকিটের রেভিনিউ তাদের সঙ্গে শেয়ার করতে হবে। এটার তো কোন প্রশ্নই আসে না। এখানে তো কোন টিকিটই নেই। কারণ মহিলাদের বিশ্বকাপ তো হবে ফ্রি। সেখানে আবার রেভিনিউ কেন আসবে? তাই এখন চুক্তি স্বার হয়নি। তবে তাদের (সিভিল এভিয়েশন) সঙ্গে কথা হয়েছে, দ্রুতই স্বার হবে।’