স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন বুধবার ইন্তেকাল করেছেন।
সুপ্রিম কোর্টের রেজিস্টার একেএম শামসুল ইসলাম বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন।
বুধবার বাদ আসর তার যানাজা গুলশান জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এদিকে তার মৃত্যুতে দেশের সর্বোচ্চ বিচারালায়ে শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক, এম আমিরুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসের, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন প্রমুখ।
বিচারপতি কামালউদ্দিন হোসেন ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৮২ সালের ১১ এপ্রিল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।