শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক।

শহীদুল হক নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘২/৩ তারিখের দিকে তার করোনা শনাক্ত হয়। এরপরই ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি আল্লাহর রহমাতে ভালো আছি, কোনো জটিলতা নেই।’

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ২০১৮ সালের ৩০ জুলাই সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।