শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাবধান নকল বিজ্ঞাপন হতে ফেসবুকের!

সাবধান নকল বিজ্ঞাপন হতে ফেসবুকের!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আজকাল ফেইসবুকে বিভিন্ন প্রডাক্ট বা প্রতিষ্ঠানের অ্যাড দেয়া হয়। যা দেখার জন্য অনেকেই ক্লিক করেন আবার কেউ কেউ সেই পণ্যগুলো কেনার জন্য নিজেদের ক্রেডিট কার্ডের নাম্বার দিয়ে থাকেন। তাদেরকে সাবধান করা হচ্ছে। কারণ ফেসবুকের অ্যাডগুলির মধ্যে কিছু অ্যাড ‘ফেক’ বা নকল! এক সমীক্ষার ফলাফল সেরকমই বলছে।

মাসাবেল নামের এক সংস্থা ১০০০টিরও বেশি ফেসবুক বিজ্ঞাপনের উপর এই সমীক্ষা করে। সেখানে দেখা গেছে, অ্যাডগুলির মধ্যে কিছু অ্যাড নকল। ফেক অ্যাডগুলির বেশির ভাগই ফ্যাশন ও ল্যাক্সারির ওপর। শুধু তাই নয়, বিজ্ঞাপনগুলি দেখে সেটি কিনতে চাইলেই চাওয়া হবে আপনার ক্রেডিট কার্ড নম্বর। ওঁত পেতে রয়েছে হ্যাকাররা। হাতাতে পারে আপনার টাকা। এভাবেই এই ফেক অ্যাডগুলি কাজ করছে বলে জানিয়েছে সমীক্ষাকারী সংস্থাটি।
বিজ্ঞাপনগুলি বন্ধ করতে ব্যবস্থা নেবে বলে জানানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের তরফে।