রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাধুর সোনা মেলেনি খনন কাজ বন্ধ

সাধুর সোনা মেলেনি খনন কাজ বন্ধ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের উত্তর প্রদেশের উন্নাও-এ ডোড়িয়া খেরায় মাটির নীচে ১৬ ফুট পর্যন্ত খুঁড়েও সোনা তো দূরের কথা, মিলল না কোনো ধাতুর হদিশ।

শুধুমাত্র বৌদ্ধযুগের কিছু মাটির পাত্র ও ঘরবাড়ির ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। এরপরই অবশেষে সেখানে খনন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। শোভন সরকার নামের এক সাধু দাবি করেন, ১৮৫৮-এর সিপাহী বিদ্রোহের সময় নিহত রাজা রাম বক্স সিংহের রাজমহলের নীচে এক হাজার টন সোনা রয়েছে।

সেই মতো, ১০ ফুট বা ১০ ফুট জায়গা চিহ্নিত করে খনন শুরু করে এএসআই। কিন্তু, ১৬ ফুট পর্যন্ত খুঁড়েও মিলল না কিছুই। তাই শেষমেশ প্রায় এক সপ্তাহ পরে খননের কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো। অবশ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পাশে অন্য দু’টি জায়গাও চিহ্নিত করেছে।

যদিও সেখানে ভবিষ্যতে খননকাজ হবে কি না, তা নিয়ে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।