শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাতক্ষীরায় স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ

সাতক্ষীরায় স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥
সাতক্ষীরায় বেতনের টাকা স্বামীকে না দেওয়ায় নাফিজা খাতুন ময়না নামে এক স্কুল শিক্ষিকাকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ময়না ওই গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী।

স্থানীয়দের অভিযোগ, ময়না স্থানীয় ব্র্যাক পরিচালিত স্কুলে শিক্ষকতা করতেন। বুধবার তিনি বেতনের অংশ থেকে আগে জমানো ৫০ হাজার টাকা তাদের দুই মেয়ের নামে ব্যাংকে রাখেন। টাকাটা স্বামীকে না দিয়ে ব্যাংকে জমা রাখায় ক্ষিপ্ত হন তার স্বামী মোখলেছুর। তিনি ব্যাংক থেকে অপরাধে বাড়িতে ফিরলে তার ওপর শুরু হয় নির্যাতন। সারাদিন তাকে পানিও পান করতে দেওয়া হয়নি। এরপর গভীররাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে ময়না আত্মহত্যা করেছেন বলে প্রচার করেন মোখলেছ।

সাতক্ষীরা সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা না আত্মহত্যা সেটা জানা যাবে।