জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার ঝাউডাঙ্গায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তার নাম হাফিজুল ইসলাম (২৩)। এ সময় আহত হয়েছেন একজন ।
সকালে সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করছিল জামায়াত ও শিবির। এ সময় একটি মোটর সাইকেলসহ কয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এসময় পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড শর্ট গানের গুলি ছোড়ে। এতে একজন নিহত হন।
নিহত জামায়াত কর্মী ভ্যানচালক হাফিজুল ইসলামের বাড়ি গোবিন্দকাটি গ্রামে। তিনি ওই গ্রামের লোকমান হোসেনের ছেলে। আহত ব্যক্তির নাম হারান পাল। তার বাড়ি কলারোয়ার গোপীনাথপুর গ্রামে। অবরোধকারীরা নিহতের লাশ নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।