জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ দেশব্যাপী দ্বিতীয় দফায় ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা সড়ক অবরোধের প্রথম দিনে শনিবার সকাল থেকে সাতক্ষীরা বিভিন্ন্ স্থানে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরন ঘটিয়ে, গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করছে ১৮ দল নেতা কর্মীরা ।
সকালে শহরের অদূরে সাতক্ষীরা-যশোর মহা সড়কের কদমতলা থেকে কলারোয়া পর্যন্ত, বাঁকাল, রামচন্দ্রপুর, বিনেরপোতা, পাটকেলঘাটা, তালা, ভোমরা স্থল বন্দর সড়কসহ জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে ১৮ দলের নেতা কর্মীরা। শহরের মিল বাজার এলাকায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ১০ টি ককটেল বিস্ফোরন ঘটায় ও বিক্ষোভ মিছিল করে অবরোধ সমর্থকরা।
অপরদিকে, অবরোধের কারনে সাতক্ষীরার কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে সাতক্ষীরার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ , বিজিবি ও র্যাব মোতায়েন করা হয়েছে।