শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাঙ্গাকারার কাঠগড়ায় ভারত!

সাঙ্গাকারার কাঠগড়ায় ভারত!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বিশ্বকাপের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন বিরাট কোহলি। মূলত তার ব্যাটে চড়েই সেমিফাইনালের টিকিট পায় ভারত। এতে ভারত অনেকটা কোহলির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। যা সেমিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের অন্যতম কারণ বলে মনে করেন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে অপরাজিত ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেন কোহলি। এর জন্য টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক প্রশংসা কুড়ালেন সাঙ্গাকারার। পাশাপাশি তার দল ভারত ঠাঁই পেল লঙ্কান মহাতারকার কাঠগড়ায়। ভারতীয় মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সাঙ্গা বলেন, ‘গোটা টুর্নামেন্টের দিকে তাকালে আমার মনে হয়, ভারতকে ভুগতে হয়েছে বিরাটের উপর অতিরিক্ত নির্ভরশীল থাকার জন্য। বিরাট দুর্দান্ত ব্যাটসম্যান, দুরন্ত ব্যাটিংও করেছে। তবে বাকি ভারতীয় ব্যাটসম্যানরা তাকে সাপোর্ট করতে পারেনি।’

সাঙ্কাকারার কাঠগড়ায় রয়েছে বেশ কয়েকটি ম্যাচের পর স্কোয়াডে জায়গা পাওয়া আজিঙ্কা রাহানের ব্যাটিংও। সাঙ্গা বলেন, ‘ভারতের দিক থেকে এটা বলা যায়, ধোনিরা লড়াই করার মতো স্কোর করেছিল। তবে খুব সূক্ষ্মভাবে দেখলে অনেকে এটা বলতে পারেন, রাহানে খুব ভালো ব্যাটিং করলেও হয়তো আরো একটু আগে রানের গতি বাড়ানোর উদ্যোগ নিতে পারত। তাতে হয়তো ১০-১৫ রান বেশি উঠত ভারতের।’

সেমিফাইনালে ভারতের বোলিংটাও পছন্দ হয়নি সাঙ্কাকারার। বললেন, ‘ভারতের বোলিংয়েও সমস্যা ছিল। বিশেষ করে হার্দিক পান্ডের বোলিংটা এদিন কার্যকরী ছিল না। তার ইকনোমি রেট আমার মতে খুব বেশিই হয়ে গেছে।’

‘ক্যারিবীয় বছরে’ ষষ্ঠ টি২০ বিশ্বকাপের ট্রফিটা ওয়েস্ট ইন্ডিজের হাতেই দেখছেন সাঙ্গা। লঙ্কান এই সাবেক ক্রিকেটার বলেন, ‘ফাইনালে আমার আশা ওয়েস্ট ইন্ডিজ জিতবে। ইংল্যান্ডের বোলিং আক্রমণ তুলনামূলক একটু শক্তিশালী হলেও ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটিং খুবই বিপজ্জনক। তার ওপর গোটা টুর্নামেন্টে ভালো খেলা আর ভারতের মাটিতে ধোনিদের হারানোর মতো কঠিন কাজ করে দেখানোয় ওদের আত্মবিশ্বাস নিশ্চয়ই তুঙ্গে থাকবে।’