সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাকিব ২, তামিম ৩

সাকিব ২, তামিম ৩

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ব্যাট বলে প্রথম ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)-এ ব্যক্তিগত নৈপুণ্যে নিজেদের নাম ওপরেই রেখেছেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আসরে এ পর্যন্ত বোলিংয়ে সাকিব আল হাসানের নামটি তালিকায় রয়েছে দুই নম্বরে। আর ব্যাটিংয়ে রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে রয়েছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল। তবে দলীয় নৈপুণ্য ও পয়েন্ট তালিকায় অবস্থানে বাংলাদেশের শীর্ষ দুই তারকার আপাতত অভিজ্ঞতাটা বিপরীতমুখী। ৪ ম্যাচে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসানের দল বারবাডোস ট্রাইডেন্ট রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। আর নিজেদের পাঁচ ম্যাচে চার হার নিয়ে তামিমের সেন্ট লুসিয়া এ তালিকায় আপাতত সর্বশেষ ৬ নম্বরে। সিপিএল-এ নিজেদের শেষ ম্যাচে ঝকঝকে ৭৫ রানের ব্যক্তিগত ইনিংস শেষে তালিকায় ওপরের দিকে নাম ওঠে এ মারকুটে ব্যাটসম্যানের। শুক্রবার গ্রস আইলেটে নিজ মাঠে সেন্ট লুসিয়া জুকস দলকে ইনিংসে দারুণ সূচনা এনে দিলেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৪২ রানেই শেষ হয় স্বাগতিকদের ২০ ওভার। জবাবে মারকুটে ব্যাটিংয়ে লুসিয়ার মুঠো থেকে ম্যাচ বের করে নিয়ে যান জ্যামাইকা তাল্লাওয়া তারকা আন্দ্রে রাসেল। এ অলরাউন্ডার ব্যাট হাতে খেলেন ১৯ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংস। তিন বাউন্ডারির সঙ্গে রাসেলের এতে চারটি ছক্কার মার। এদিন ইনিংসের শুরুতে দলীয় ১০ রানে ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ২৬ রানে মিসবাহ উল হকের উইকেট হারিয়ে দিকভ্রান্ত দেখাচ্ছিল স্বাগতিকদের। তবে অপর ওপেনার তামিম ছিলেন একপ্রান্তে ব্যাট হাতে অবিচল। ৬২ বলে ৭৫ রানের ইনিংসে এ দিন সাবলীল তামিম ইকবাল ৬ বাউন্ডারির সঙ্গে হাঁকান তিনটি ছক্কা। জবাবে জ্যামাইকা ইনিংসের শুরুটাও ছিল টালমাটাল। দলীয় ৪০ রানে দুই উইকেট হারানো জ্যামাইকার ইনিংস অনেকটা সামাল দেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। কিন্তু ৩১ বলে তিন ছক্কায় ব্যক্তিগত ৪০ রান নিয়ে গেইল আউট হয়ে গেলে জ্যামাইকার টার্গেট দেখাচ্ছিল দূরের বিষয়। তবে পাঁচ নম্বরে ব্যাট হাতে আন্দ্রে রাসেল এরপরই দেখালেন চমক। দলের ৪ ম্যাচে তৃতীয় জয় নিয়ে এতে পয়েন্ট তালিকায় জ্যামাইকা উঠে যায় দ্বিতীয় স্থানে। আর তামিমের দাপুটে ব্যাটিংয়ের ম্যাচে হার নিয়ে পয়েন্ট তালিকায় তার দল সেন্ট লুসিয়া জুকসের অবস্থান আপাতত তলানিতে। আগের চার ম্যাচে প্রতিশ্রুতি দেখালেও ইনিংসে বড় রান পাচ্ছিলেন না তামিম। তবে শুক্রবারের ইনিংসে তার ব্যাটিং সামর্থ দেখানোর সঙ্গে ব্যক্তিগত পরিসংখ্যানটাও উন্নত করেন এ বাংলাদেশ ওপেনার। চলতি ক্যারিবিয়ার লীগে এতে ৫ ইনিংসে ১৩৭ রান নিয়ে তামিমের নাম তালিকায় তিন নম্বরে। ১৬৫ রান নিয়ে এতে শীর্ষ নামটি ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্সের। বারবাডোসের পাকিস্তানি তারকা শোয়েব মালিক ১৪৭ রানে রয়েছেন দুই নম্বরে।
সংক্ষিপ্ত স্কোর: সেন্ট লুসিয়া: ২০ ওভার ১৪২ ( তামিম ৭৫, হার্শেল গিবস ২২, ড্যারেন স্যামি ২৬, ফিল্যান্ডোর ২/৩১)। জ্যামাইকা: ১৭.৩ ওভার ১৪৬/৪ ( রাসেল ৪৭*, গেইল ৪০)। ফল: জ্যামাইকা ৬ উইকেটে জয়ী, ম্যাচ সেরা: রাসেল (জ্যামাইকা)।

বারবাডোসের এক দুই তিন
বল হাতে আগের ম্যাচে ৬ রানে ৬ উইকেটের ক্যারিশমা দেখিয়ে বোলিং তালিকায় নিজের নামটি স্পষ্ট করেন বাংলাদেশ তারকা সাকিব আল হাসান। আর ক্যারিবিয়ান টি-টোয়েন্টি লীগে নিজেদের বোলিং সামর্থ্য জাহির করছে সাকিবের দল বারবাডোসও। আসরে এ পর্যন্ত উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিন বোলারের নাম বারবাডোসের। ৪ ম্যাচে ৭ উইকেট শিকারে বাঁ-হাতি স্পিন তারকা সাকিব এ তালিকায় রয়েছেন দুই নম্বরে। তালিকায় শীর্ষ নামটি সাকিবের বারবাডোস সতীর্থ অ্যাশলি নার্সের। এতে ৪ ম্যাচে নার্সের শিকার ৯ উইকেট। আসরে ৭ উইকেট শিকারে তালিকায় তৃতীয় স্থানে বারবাডোসের ডান-হাতি পেস বোলার রায়াদ এমরিতের নাম।

সিপিএল পয়েন্ট তালিকা
দল    ম্যাচ    জয়    হার     পয়েন্ট
বারবাডোস ট্রাইডেন্টস    ৪    ৪    ০    ৮
জ্যামাইকা তাল্লাওয়াহস    ৪    ৩    ১    ৬
গায়ানা অ্যামাজন    ৪    ২    ২    ৪
অ্যান্টিগা হকসবিলস    ৩    ১    ২    ২
ত্রিনিদাদ রেড স্টিল    ৪    ১    ৩    ২
সেন্ট লুসিয়া জুকস    ৫    ১    ৪    ২