শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > সাকিবের বোনের বিয়েতে জমকালো আয়োজন

সাকিবের বোনের বিয়েতে জমকালো আয়োজন

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস রিতুর আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্র আলিফ মোল্লা মিরপুরের সংসদ সদস্য ইলিয়াস মোল্যার ভাই আলী মোল্লার ছেলে।

ঢাকার সেনামালঞ্চে বৃহস্পতিবার আকদ অনুষ্ঠিত হয়। আইপিএলের আসর থেকে ফিরেই বোনের আকদে যোগ দেন সাকিব।

এর আগে প্রথমে কথা ছিল ভারত থেকে সরাসরি চলে যাবেন ইংল্যান্ডে দিয়ে দলের সঙ্গে যোগ দেবেন; কিন্তু পরে জানা গেল সাকিব আল হাসান ৪ মে সকালে দেশে ফিরে বোনের বিয়ের আনুষ্ঠিতা শেষ করে ৫ মে সাসেক্সের উদ্দেশ্যে যাত্রা ঢাকা ছাড়বেন।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প করতে বর্তমানে সাসেক্সে অবস্থান করছে বাংলাদেশ। এখন বোনের বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আজ রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা সাকিবের।