শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > সাউথ এশিয়ার স্যাটেলাইট এখনই মিলছে না সুবিধা

সাউথ এশিয়ার স্যাটেলাইট এখনই মিলছে না সুবিধা

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক ॥
গ্রাউন্ড স্টেশন না থাকায় সাউথ এশিয়া স্যাটেলাইট জিস্যাট-নাইনের সুবিধা আপাতত পাচ্ছে না বাংলাদেশ। বিটিআরসি জানাচ্ছে, মাস তিনেকের মধ্যে স্টেশন তৈরির পরই মিলবে এর সুবিধা। তবে সেটি কোন খাতে কীভাবে ব্যবহার হবে এখনও সে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলেও জানাচ্ছে বিটিআরসি।

শুক্রবার ভারতের অন্ধ্র প্রদেশের হরিকোটায় সাউথ এশিয়া স্যাটেলাইট জিস্যাট-নাইনের সফল উৎক্ষেপণ। এর পর পরই এই মুহূর্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেন ৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা।

আর এর মধ্য দিয়েই প্রথম নিজস্ব স্যাটেলাইট সুবিধা পাচ্চে ঢাকা। তথ্য-প্রযুক্তিবীদেরা বলছেন, জিস্যাটের মাধ্যমে প্রযুক্তিগত দিক দিয়ে ভিন্ন মাত্রায় পৌঁছচ্ছে বাংলাদেশ। এর ব্যবহারে বৈদেশিক মুদ্রা বাঁচানোর পাশাপাশি, আন্তঃদেশীয়ে যোগাযোগে মিলবে বড় সুবিধা।

বিটিআরসি জানিয়েছে, জিস্যাটের ১২ ট্রান্সপন্ডারের একটি ব্যবহার করবে বাংলাদেশ। তবে সেটি কোন খাতে কীভাবে ব্যবহার হবে এখনও হয়নি সে সিদ্ধান্ত। আর বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন তৈরির আগ পর্যন্ত পাওয়া যাবে না সাউথ এশিয় স্যাটেলাইটের সুবিধা।

পাশাপাশি জিস্যাট ব্যবহারের অভিজ্ঞতা বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে অনেক কাজে আসবে বলেও জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।