শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সাইড লাইনেই থাকলেন শ্রীনিবাসন

সাইড লাইনেই থাকলেন শ্রীনিবাসন

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ বিসিসিআই-এর সাইড লাইনেই থাকলেন এন শ্রীনিবাসন। ভারতীয় ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহীরা দায়িত্বে  বহাল রেখেছেন বিসিসিআই-এর অন্তর্র্বতীকালীন সভাপতি জগমোহন ডালমিয়াকে। ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল)  স্পট ফিক্সিংয়ের তদন্তে গঠিত প্যানেল দুই ফ্রেঞ্চাইজি মালিক বিসিসিআই-এর নির্বাচিত সভাপতি এন. শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মিয়াপ্পান ও রাজ কুন্দ্রাকে নির্দোষ সাব্যস্ত করে রিপোর্ট দিয়েছিল এর আগে। এতে বিসিসিআই গতকালের নির্বাহী বৈঠক শেষে শ্রীনিবাসনের দায়িত্বে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল।  কিন্তু পরে ভারতের হাইকোর্ট ওই রিপোর্ট বাতিল করে  বিসিসিআই-এর তদন্ত প্যানেলকে অবৈধ ঘোষণা করলে রাস্তা বন্ধ হয় শ্রীনিবাসনের। গতকাল দিল্লিতে বৈঠকে বসেছিল বিসিসিআই-এর কার্যনির্বাহী কমিটি। এতে অন্তর্র্বতীকালীন সভাপতি জগমোহন ডালমিয়াকে দায়িত্ব বহাল রাখার সিদ্ধান্ত নেয় বিসিসিআই কর্তারা। আর ভারতের ক্রিকেট সংস্থার তদন্ত প্যানেলকে অবৈধ ঘোষণা করে আদালতের রুলের বিপরীতে আপিল করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। গতকাল এর শীর্ষ কর্তা রতœাকর শেঠী বলেন, বিসিসিআই-এর গভর্নিং কাউন্সিল মনে করে আইপিএল বিধি মোতাবেক আইনসিদ্ধ উপায়েই গঠিত হয়েছে এ তদন্ত প্যানেল। সুপ্রিম কোর্টে আপিল করতে যাচ্ছে বিসিসিআই। সর্বশেষ আইপিএল চলাকালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে শীর্ষ তারকা শ্রীশান্থসহ তিন ক্রিকেটারকে  গ্রেপ্তার  করে পুলিশ। পরে একই অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে আইপিএল’র শীর্ষ ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস মালিক মিয়াপ্পান ও রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক বলিউড অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী রাজ কুন্দ্রাকে। ভারতের শীর্ষ দুই ব্যবসায়ী বর্তমানে জামিনে রয়েছেন। আর ফিক্সিং কেলেঙ্কারিতে জামাতার নাম ওঠায় আপাতত দায়িত্ব ছাড়তে হয়েছে নির্বাচিত সভাপতি শ্রীনিবাসনকে।