বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সাংবাদিক নাদিম হতার আসামি চেয়ারম্যান বাবু র‍্যাবের হাতে আটক

সাংবাদিক নাদিম হতার আসামি চেয়ারম্যান বাবু র‍্যাবের হাতে আটক

শেয়ার করুন

ডেস্ক নিউজ:
জামালপুরের সাংবাদিক গোলাম রববানী নাদিম খুনের ‘হোতা’ হিসেবে চিহ্নিত স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু র‍্যাবের হাতে ধরা পড়েছেন।
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল মো. মাহাবুব আলম।

তিনি বলেন, গ্রেপ্তার অভিযানের বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানান হবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা থেকে র‍্যাবের একটি টিম এসে তাকে দেবীগঞ্জ (উপজেলা) থেকে ধরে নিয়ে গেছে।”

বাবু এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থেকে ভারতে পালানোর পথ খুঁজছিলেন বলে স্থানীয় এক সূত্র জানিয়েছে।

দেবীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‍্যাব তার (বাবু) এক আত্মীয়ের বাসা থেকে তিনজনকে ধরে নিয়ে গেছে বলে আমরা জেনেছি।”
বাবু জামালপুরের বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নিহত নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং একাত্তর টিভির উপজেলা প্রতিনিধি ছিলেন।

বুধবার রাতে উপজেলার পাটহাটি মোড়ে একদল দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে ফেলে রেখে যায়; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।

নাদিমের পরিবারের অভিযোগ, প্রকাশিত সংবাদের জের ধরে নাদিমকে পেটানো হয়েছিল, সেখানে ইউপি চেয়ারম্যান বাবু নিজেও উপস্থিত ছিলেন।

ঘটনার পর ইউপি চেয়ারম্যান বাবু পালিয়ে ছিলেন। তবে হত্যাকাণ্ডে জড়িত ১০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জামালপুর পুলিশ।