শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সাংবাদিকদের সব সময় সত্যের পক্ষে থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সাংবাদিকদের সব সময় সত্যের পক্ষে থাকতে হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, পৃথিবীতে নিরপক্ষে বলে কেউ নেই। সাংবাদিকদের নিরপেক্ষ হলে চলবে না, তাদের সব সময় সত্যের পক্ষে থাকতে হবে। ভুললে চলবে না সাংবাদিকতা মহান একটি পেশা। তাই এ পেশায় যারা জড়িত তাদের যেমন সত্যের পক্ষে থাকতে হবে তেমনি সংবাদ প্রকাশে তাদের বস্তুনিষ্ঠ হতে হবে।
মন্ত্রী শনিবার গাজীপুর প্রেসক্লাব চত্বরে ক্লাবের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি মেয়র মো: জাহাঙ্গীর আলম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো: আজাদ মিয়া, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দিন মিয়া, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন, গাজীপুরের সিভিল সার্জন ডা: সৈয়দ মো: মঞ্জুরুল হক, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: আমির হোসাইন রাহাত, গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এমএ বারী, লিবরা ফার্মাসিটিউকেল লি: এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো: রওশন আলম, র‌্যাব-১ পোড়াবাড়ী এর কোম্পানী কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গাজীপুর আদালতের সরকারী উকিল (জিপি) এডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর সোসাইটির সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম বাবুল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, গাজীপুর বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, গাজীপুর জেলা তরুণ সংঘের সভাপতি আব্দুল্লাহ আল মামুন মন্ডল প্রমুখ।