শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সাংবাদিকতা পেশাটাই ঝুঁকিপূর্ণ : বললেন ভারতের বিচারপতি

সাংবাদিকতা পেশাটাই ঝুঁকিপূর্ণ : বললেন ভারতের বিচারপতি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ভারতের প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ‘সাংবাদিকতা পেশাটাই ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন। মুম্বাই প্রেস ক্লাব আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক সভায় প্রেস কাউন্সিল চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি সি. কে. প্রসাদ এবং কাউন্সিলের দুই সদস্য এস. এন. সিনহা ও কে. অমরনাথ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য প্রদানের সময় তারা সাংবাদিকতার সম্ভাবনা, ঝুঁকি ও ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।

বিচারপতি প্রসাদ বলেন, ‘প্রেস কাউন্সিল সংবাদপত্রের স্বাধীনতা ও দেশের সমস্ত সাংবাদিকদের স্বার্থে কাজ করে। প্রেস কাউন্সিলের কাজ সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয় বরং সংবাদ মাধ্যমকে স্বাধীন করা-ই এর কাজ। প্রত্যেকটি সাংবাদিকই এক একজন যোদ্ধা, আপনাদের চারিপাশে শত্রুরা অপেক্ষা করছে, আপনাদের পেশা-ই আপনাদেরকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।’

বিচারপতি প্রসাদ সাংবাদিকদের ভবিষ্যতের আর্থিক অবস্থা নিশ্চিত করার জন্য ভারতের বার কাউন্সিলের মত করে সাংবাদিক উন্নয়ন তহবিল গঠনের পরামর্শ দেন। তিনি বলেন, ‘অনেক সাংবাদিকই আছেন যারা বেতন দিয়ে নিজের সংসার চালাতে পারেন না। সকল সাংবাদিকের আর্থিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।’

সাংবাদিকতার ধরণ আলোচনায় বিভিন্ন বিষয়ের মধ্যে বর্তমানে সংবাদ মাধ্যমের অদূরদর্শিতাকে দায়ী করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের মূখপাত্র তথ্য ও গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক সচিব ব্রিজেস সিং বলেন, ‘সংবাদ মাধ্যম শুধু মুখরোচক ঘটনাতেই বেশি ঝুঁকছে। উইকিলিক্স ও পানাম পেপারস ঘটনাকে এতটা বড় করে প্রচার করা প্রয়োজন ছিল না। সাধারণত এসব খবর সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইটেই বেশি শোভা পায় কারণ অনলাইন মিডিয়া এখনও পরিষ্কার কোন পর্যবেক্ষণের মধ্যে পড়েনি এবং নীতিমালার আওতায়ও আসেনি।’ তিনি মানুষের কল্যানে সংবাদ মাধ্যমকে কাজ করার আহ্বান জানান।

সূত্রঃ দ্য হুট