রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সহিংসতায় ৩৭ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

সহিংসতায় ৩৭ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের হামলার কারণে সারা দেশের বিভিন্ন স্থানের ৩৭টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

যেসব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- কুমিল্লার ৪টি কেন্দ্র, দিনাজপুরের ১৫টি, গাইবান্ধার ১২টি, চট্টগ্রামের ২টি, নীলফামারীর ২টি, হবিগঞ্জের ১টি, লক্ষীপুরের ৩টি ও ফেনীর ১টি কেন্দ্র।

নির্বাচন কমিশনের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচেনে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৩১৮ জন। নারী ভোটার ৪ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৭২ জন। নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার ৬৬ জন, সহকারী রিটার্নিং অফিসার ৫৭৭ জন। পোলিং অফিসার ১ লাখ ৮২ হাজার ৪২৬জন। মোট ভোটকেন্দ্র ১৮ হাজার ২০৯টি।

তবে ১৫৩টি আসনে নির্বাচন না হওয়ায় ১৪৭ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৯০ জন। ভোটকেন্দ্র ১৮ হাজার ২০৯টি।

এ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে- আওয়ামী লীগ, জাপা (এরশাদের একাংশ), জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণফ্রন্ট, জেপি, ওয়ার্কার্স পার্টি, ইসলামিক ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিএনএফ ও গণতন্ত্রী পার্টি। এদের মধ্যে জাসদ, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টির ১০ জনই প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।