বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > সশস্ত্রসহ অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা পাবেন: প্রধানমন্ত্রী

সশস্ত্রসহ অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা পাবেন: প্রধানমন্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
২০১৮ সাল থেকে সশস্ত্র বাহিনীসহ অন্যান্য বাহিনীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বাংলাদেশ যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে। এই উন্নয়নের ধারা বজায় রাখতে হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা সেনানিবাসে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্যে এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুলেল শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ আরো আগেই উন্নত রাষ্ট্রে পরিণত হতো। স্বাধীনতার পর ১০ বছরে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হতো বাংলাদেশ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে কেউ দমিয়ে রাখতে পারবে না। ২০১৮ সাল থেকে সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধারা ভাতা পাবেন।

১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। ফলে বাঙালির বিজয় অর্জন ত্বরান্বিত হয়।

সূত্র- ডিবিসি নিউজ, একাত্তর টিভি