বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > আন্তর্জাতিক > সর্দার প্যাটেলকে যথেষ্ট সম্মান দেখানো হয়নি : নরেন্দ্র মোদি

সর্দার প্যাটেলকে যথেষ্ট সম্মান দেখানো হয়নি : নরেন্দ্র মোদি

শেয়ার করুন

আন্তজাতিক ডেস্ক ॥
কোনো নির্দিষ্ট দলের নাম না করেই প্রাক্তন কেন্দ্রীয় সরকারগুলি বিশেষত কংগ্রেসের বিরুদ্ধে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অভিযোগ করলেন দেশের উন্নতি ও প্রগতির জন্য সর্দার বল্লভ ভাই প্যাটেল যা করেছেন তার স্বীকৃতি তাঁকে দেওয়া হয়নি। মঙ্গলবার সর্দার প্যাটেলের জন্মদিন উপলক্ষে ‘রান ফর ইউনিটি’র সূচনায় প্রধানমন্ত্রী বলেন কিছু মানুষ চেয়েছিলেন যাতে সর্দার প্যাটেলের সব অবদান মানুষ ভুলে যায়। তিনি বলেন ,”ভারত বৈচিত্রে ভরা দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের বিশেষত্ব।” দিল্লির ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে ‘রান ফর ইউনিটি’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ছাড়াও ক্রিকেটার সুরেশ রায়না, অ্যাথলিট দীপা কর্মকার, হকি তারকা সর্দার সিং ছাড়াও কর্নম মালেশ্বরী, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চে মোদি বলেন, ‘স্বাধীনতার আগে কিংবা পরে ভারতে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান নিয়ে আমরা গর্বিত। ভারত বৈচিত্রে ভরা দেশ। বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের বিশেষত্ব। বল্লভভাই প্যাটেলের ভূমিকাকে ভুলে যাওয়া হয়েছে। কিন্তু ভারতের যুবসমাজ তাঁকে এবং দেশ গড়তে তাঁর ভূমিকাকে শ্রদ্ধা করে।’ এদিন দেড় কিলোমিটার দৌড়ে অংশ নেন সর্দার সিং ,দীপা কর্মকার ,সুরেশ রায়না এবং কারনাম মালেশ্বরীর মতো বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা।