শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সরাসরি পরিচালক হচ্ছেন নাজমুল, ক্যাটিগরি-২ এর ১২ প্রার্থীর নাম ঘোষণা

সরাসরি পরিচালক হচ্ছেন নাজমুল, ক্যাটিগরি-২ এর ১২ প্রার্থীর নাম ঘোষণা

শেয়ার করুন

স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল বিসিবি’র আসন্ন নির্বাচন সামনে রেখে সম্মিলিত পরিষদ ১২ সদস্যের প্যানেল প্রকাশ করে বিসিবি’র বর্তমান এডহক কমিটির সভাপতি নাজমুল হাসান পাপন। হোটেল রূপসী বাংলায় সম্মিলিত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় মতবিনিময় ও প্যানেল পরিচিতি। বিসিবি’র ১৭২ জন কাউন্সিলর ২৩ জন পরিচালক নির্বাচিত করবেন। এর মধ্যে ক্যাটিগরি ২-এ ঢাকার কাব ক্রিকেটের ৫৮ কাউন্সিলর নির্বাচিত করবেন ১২ পরিচালককে। তবে নাজমুল হাসান নিজে পরিচালক পদে নির্বাচন না করলেও জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় তিন পরিচালকের একজন হিসেবে বোর্ডে আসার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আশা করি, আপনারা ব্যাপারটি বুঝে নেবেন। সে জন্যই ব্যাখ্যা করিনি।’ কাউন্সিলরদের ভোটে নির্বাচিত ২৩ পরিচালকের সঙ্গে এনএসসি মনোনীত তিন পরিচালকের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। এনএসসি’র কোটায় পরিচালক হলে সেই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হতে পারবেন নাজমুল।
অনুষ্ঠান শুরু করেন সাজ্জাদুল আলম ববি। এরপরই নাজমুল হাসানকে সমর্থন জানাতে সালমান এফ রহমান, মোজাফ্ফর হোসেন পল্টু, গাজী আশরাফ হোসেন লিপু, এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম ও আফজালুর রহমান সিনহা বক্তব্য রাখেন। সমর্থন জানাতে আরও উপস্থিত ছিলেন আজম জে চৌধুরী। এর পরপরই পরিচিতি সভায় নাজমুল হাসান আরও বলেন, ‘বোর্ডে এমন মানুষদের চাই যাদের ক্রিকেটে সর্বোচ্চ অবদান রাখার সুযোগ রয়েছে। ক্রিকেটার ও সংগঠক, নবীন ও প্রবীণের একটি সংমিশ্রণ চাই।’ তবে তিনি এ প্যানেল তালিকা এখনও চূড়ান্ত নয় জানিয়ে বলেন, ‘ভোটার তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় পুরো প্যানেল ঘোষণা করা যাচ্ছে না। চূড়ান্ত তালিকা না পাওয়া পর্যন্ত প্যানেলও চূড়ান্ত করা যাচ্ছে না।’
পরিচিতি সভায় বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের সভাপতি ও সম্মিলিত পরিষদের প্যানেল সদস্য এনায়েত হোসেন সিরাজ বলেন, ‘একটা সময় বিসিবি নির্বাচন ফোরামের হাতে জিম্মি ছিল। ওদের ছিল ৭০ ভোট আর কাবগুলোর ৫২ ভোট। সংখ্যাগরিষ্ঠতার জোরে ওরাই সব ঠিক করতো, সেখানে যোগ্যতার কোন ব্যাপার ছিল না।’
সম্মিলিত পরিষদের প্যানেলে যারা আছেন তারা হলেন- ‘আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, আহমেদ সাজ্জাদুল আলম ববি, এনায়েত হোসেন সিরাজ, আহমেদ ইকবাল হাসান, জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, আইএইচ মল্লিক, গাজী গোলাম মুর্তজা, তানজিল চৌধুরী, নাজমুল করিম টিংকু, জমির আহমেদ, হানিফ ভুঁইয়া ও শওকত আজিজ রাসেল।