শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সরব আশুলিয়া শিল্পাঞ্চল

সরব আশুলিয়া শিল্পাঞ্চল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঈদ ও পূজার টানা আট দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা।

শনিবার সকাল থেকেই তাদের পদচারণায় কর্মচঞ্চল হয়ে উঠে আশুলিয়া শিল্পাঞ্চল।

আশুলিয়ার জিরানী, ইউনিক, জিরাবো, জামগড়া, নরসিংহপুর, কাঠগড়া প্রভৃতি এলাকায় সকাল থেকেই তৈরি পোশাক শ্রমিকদের কর্মস্থলে ছুটতে দেখা যায়।
পাশাপাশি খুলতে শুরু করেছে শ্রমিকপল্লীর দোকানপাটসহ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানও।

এদিন সকাল থেকেই কারখানায় পুরোদমে উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছেন একাধিক কারখানা মহাব্যবস্থাপক।

শিল্প পুলিশের আশুলিয়া জোনের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, শান্ত স্বাভাবিক পরিবেশে শ্রমিকরা কাজে ফেরায় কর্মচঞ্চল হয়ে উঠেছে আশুলিয়া শিল্পাঞ্চল।