শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সরকার ২ টাকার বিদ্যুতে খরচ করছে ১৮ টাকা

সরকার ২ টাকার বিদ্যুতে খরচ করছে ১৮ টাকা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ‘সরকার ২ টাকার বিদ্যুৎ উৎপাদনে ১৮ টাকা খরচ করছে’ বলে মন্তব্য করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ।

তিনি বলেছেন, ‘সরকার রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে ভারতের ব্যবসা বৃদ্ধি করার জন্য। যে বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় ২ টাকা তারা সে বিদ্যুৎ উৎপাদন করছেন ১৮ টাকা দিয়ে।’

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষা ও বিদ্যুৎ-বন্দর রক্ষার জাতীয় কমিটি ‘সংশোধিত পিএসসি ২০১২ বাতিল ও সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সরকারি অপতৎপরতা বন্ধের’ দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সরকার বলছে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তাহলে এখন আমাদের দেখাতে হবে ১০ হাজার বিদ্যুৎ উৎপাদনে কত খরচ হয়েছে ও বাংলাদেশ কী পরিমাণ ঋণগ্রস্ত হয়ে পড়লো।’

জাতীয় সম্পদ ধ্বংস করে যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয় সে বিদ্যুৎ দিয়ে আমরা কী করবো- এই প্রশ্ন রেখে আনু মুহাম্মদ বলেন, ‘আমরা যতদূর জানি এ বিদ্যুৎ প্রকল্প করার জন্য ভারত আমাদের ঋণ দিবে ও ভারতের একটি কোম্পানি এ প্রকল্প ম্যানেজমেন্ট করবে। তাহলে এটা ভারতেই স্থাপন করা হোক।’

প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাগিব আহসান মুন্না, জোনায়েদ সাকি, সাইফুল হক, শুভ্রাংশু চক্রবর্তী, আব্দুস সাত্তার, সিদ্দিকুর রহমান, মোসাহিদ আহমেদ, শহিদুল ইসলাম সবুজ, আবু তাহের, সুবল সরকার, মহিনউদ্দীন চৌধুরী প্রমুখ।