শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সরকার বক্তৃতা-বিবৃতির ওপর টিকে আছে : রিজভী

সরকার বক্তৃতা-বিবৃতির ওপর টিকে আছে : রিজভী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ সরকার বক্তৃতা-বিবৃতির মধ্য দিয়েই টিকে আছে। ভোটার বিহীন এ সরকারের এমপি-মন্ত্রীদের বিবৃতি ছাড়া জনগণকে দেওয়ার মতো কিছু নেই। জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম শহরের সরদার পাড়া নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের মানুষ ধৈর্যহারা হলে একপর্যায়ে আন্দোলনের মাধ্যমে এ সরকার পদত্যাগে বাধ্য হবে। তিনি অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি জানান।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, প্রাক্তন এমপি উমর ফারুক, সহসভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিবসহ জেলা নেতারা উপস্থিত ছিলেন।