রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সরকার চায় খালেদা অফিস ছাড়–ন

সরকার চায় খালেদা অফিস ছাড়–ন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু পর থেকেই বিএনপি নেত্রী খালেদা জিয়া বাড়ি ছেড়ে তার অফিসেই অবস্থান করছেন।

গত বেশ কদিন ধরে সরকারি দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে খালেদা জিয়ার ওই অফিসের কাছাকাছি বিক্ষোভ, ঘেরাওয়ের কর্মসূচি দিচ্ছে।

সরকারের উঁচু মহলের কিছু সূত্র উদ্ধৃত করে বিবিসির সংবাদদাতা বলছেন, সরকার চাইছে খালেদা জিয়া যেন তার অফিস ছেড়ে বাড়িতে চলে যান। সরকার মনে করছে, অফিসে থাকার কারণে খালেদা জিয়া বেশি করে সংবাদ মাধ্যম সহ অন্যদের মনোযোগ আকর্ষণ করতে পারছেন।

খালেদা জিয়ার অফিসে সাক্ষাৎ-প্রার্থীদের ওপর পুলিশি নজরদারি এবং অনেক সময় নাজেহালের ঘটনা বাড়ছে।

এছাড়া, কিছুদিন আগে ওই অফিসের বিদ্যুৎ, টেলিফোন, ইন্টারনেট সংযোগ এবং কেবল টিভির সংযোগ কেটে দেওয়া হয়।

পরে পর্যায়ক্রমে বিদ্যুৎ এবং টেলিফোন সংযোগ ফিরে এলেও, ইন্টারনেট এবং কেবল টিভি সংযোগ এখনো বিচ্ছিন্ন বলে খালেদা জিয়ার সহকর্মীরা অভিযোগ করেছেন।

অন্যদিকে বিএনপির নির্ভরযোগ্য সূত্র বলেছেন, খালেদা জিয়া তার অফিস না ছাড়ার সিদ্ধান্তে অনড়। তিনি আশঙ্কা করছেন, বাড়িতে গেলে নেতা-কর্মীদের মধ্যে আন্দোলনের নেতৃত্ব নিয়ে হতাশা বিভ্রান্তি আসতে পারে।- বিবিসি