বাংলাভূমি ডেস্ক ॥
সরকারের প্রথম ১০০ দিনকে উদ্যোগহীন ও উদ্যোমহীন বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে এই ১০০ দিনকে উৎসাহহীন ও উচ্ছ্বাসহীন বলেও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বর্তমান সরকারের প্রথম ১০০ দিন পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ড. দেবপ্রিয়।
সিপিডির এই ফেলো বলেন, আমরা আশা করেছিলাম সরকারের প্রথম ১০০ দিনে বড় কোনো ধরনের পদক্ষেপ নেয়া হবে। কিন্তু আমরা দেখলাম একটি গতানুগতিকতা। নতুনভাবে কোনো উদ্যোগ নিতে আমরা দেখতে পেলাম না।
‘বরং এই একদিনে একটি মিশ্র ইঙ্গিত লক্ষ্য করা গেছে। সুদের হার ছাড় দেয়াসহ নানান ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে করে বিনিয়োগ বাড়বে না।’
ড. দেবপ্রিয় বলেন, মনে হয় কোথাও সরকারকে যেন একটি প্রতীত গোষ্ঠী করায়ত্ত করে নীতিনির্ধারণ করছে।