শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সরকারের দুর্গন্ধে বিশ্ববাসীর নাকে রুমাল

সরকারের দুর্গন্ধে বিশ্ববাসীর নাকে রুমাল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সমস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের দুর্গন্ধ পুলিশ-র‌্যাব দিয়ে চাপা রাখা যাবে না। তাদের দুর্গন্ধে বিশ্ববাসী নাকে রুমাল দিয়ে হাঁটছে।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মরহুম নাসির উদ্দিন আহমেদ পিন্টু ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। জাতীয় গণতান্ত্রিক সংসদ স্মরণসভার আয়োজন করে।

তিনি বলেন, ‘মুখে যা-ই বলুক, সরকারের ভেতরের অবস্থা সদরঘাট। বনের বাঘে না খেলেও তাদেরকে মনের বাঘে খাচ্ছে। তাই সুন্দরবনের বাঘ মারার জন্য আগুন লাগিয়েছে।’

প্রধানমন্ত্রীপুত্র জয় টাকার সন্ধান পেলে এতিমখানায় দেবেন এমন বক্তব্যের জবাবে গয়েশ্বর বলেন, ‘টাকার সন্ধান পাওয়া গেলে তো এতিমদের দেবেন। আর পাওয়া না গেলে কী করবেন?’

বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে কাল্পনিক অভিযোগে জেলে রেখে পরিকল্পিতভাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, সরকারকে এজন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে।