শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > সরকারের গুণগানে দেশে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর উত্থান হয়েছে: গয়েশ্বর

সরকারের গুণগানে দেশে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর উত্থান হয়েছে: গয়েশ্বর

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে নতুন বুদ্ধিজীবী শ্রেণীর উত্থান হয়েছে। তারাই সরকারের গুণগান গেয়ে বেড়াচ্ছে।

রোববার বেলা ১১টায় যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা যুবদল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গয়েশ্বর রায় বলেন, সরকার জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করছে। যার কারণে দেশের অর্থনীতি আজ ধ্বংসের পথে। অর্থ পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। অথচ বগুড়ায় যুবদলের কর্মসূচিতে পুলিশের অনুমতি মেলেনি। সড়কে চৌকি ফেলে কর্মসূচি পালন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান মানুষের হৃদয়ে রয়েছে।

বগুড়া জেলা যুবদলের সভাপতি খাদেমুল ইসলাম খাদেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজ, যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন প্রমুখ।