আন্তর্জাতিক ডেস্ক ॥
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ও রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার মাসুদ জাজেইরি যুক্তরাষ্ট্রকে নতুন শিক্ষা দেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলা করার জন্য ইরানের সরকার ও বিরোধীদের মধ্যে ঐক্য তৈরি হচ্ছ।
মাসুদ জাজেইরি বলেন, ট্রাম্প প্রশাসন কেবল অঙ্গীকারসূচক শব্দ বুঝতে সক্ষম। তাদেরকে ক্ষমতার নতুন অর্থও বোঝাতে হবে। এখনই সময় দেশটিকে নতুন শিক্ষা দেওয়ার।
যেভাবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ওপর কঠোর মনোভাব পোষণ করছেন এতে করে ইরানে রাজনৈতিক ভেদাভেদ দূর হচ্ছে। কট্টরপন্থীরাও উদারপন্থী সরকারের সঙ্গে ঐক্যমত পোষণ করে যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় সহযোগিতার কথা জানিয়েছে। দেশটির রাজনীতিতে শক্ত ঐক্য তৈরি হচ্ছে।
এ সংক্রান্ত ইরানের বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।। কট্টরপন্থী রেভ্যুলিউশনারি গার্ড এবং সরকার এখন যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করা হয়েছে ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পসের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আলী জাফরি এবং পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের।
সূত্রঃ ইত্তেফাক