শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি নিয়ে আবারও তদন্ত কমিটি

সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতি নিয়ে আবারও তদন্ত কমিটি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মহান মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় অবদানের জন্য বিদেশি বন্ধু ও সংগঠনকে দেওয়া সম্মাননা ক্রেস্টে স্বর্ণ কম দেওয়ার বিষয়টি নিয়ে আবার তদন্ত করতে কমিটি গঠন করেছে সরকার।

বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। তিন সদস্যের কমিটিতে অন্য দু’জন সদস্য হলেন- কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফয়েজ আহমদ।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নেয় সরকার।

ক্রেস্টের স্বর্ণ জালিয়াতির ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের মধ্যে সচিব পদমর্যাদার কর্মকর্তাও ছিলেন।

বিভাগীয় কমিশনার পর্যায়ের কর্মকর্তাদের দিয়ে তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। এ কারণে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে অধিকতর তদন্তের অনুরোধ জানানো হয়।

এর আগে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানকে প্রধান করে করা তিন সদস্যের তদন্ত কমিটিকে পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত দোষী কর্মকর্তা, সরবরাহকারী প্রতিষ্ঠানসহ সবার অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছিল। কমিটি গঠনের পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রতিবেদনও জমা দিতে বলা হয়েছিল।