স্পোর্টস ডেস্ক ॥
জার্মানির ইতিহাসে এমন দিন আসেনি। বিশ্বকাপে কখনই নকআউটপর্বের আগে বাদ পড়েনি ডাইম্যানশাফটরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। অথচ এই দলটিই টুর্নামেন্টের গ্রুপর্ব থেকে বিদায় নিল দক্ষিণ কোরিয়ার মতো দলের কাছে হেরে। এমন ব্যর্থতার পর সমর্থকদের কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কি করার আছে! তারা সেটাই চেয়েছে।
জার্মানি মানেই সেমিফাইনাল। এটা যেন বিশ্বকাপের একটা অঘোষিত নিয়ম। ১৯৩৮ সালে একবার মাত্র গ্রুপ পর্বের ম্যাচ থেকে বিদায় নিয়েছিল জার্মানরা। তাও সেবার গ্রুপ পর্ব মানেই ছিল নকআউট। এরপর ৮ বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে জার্মানি। চারবার জিতেছে বিশ্বকাপ। সেমিফাইনাল খেলেছে তারা মোট ১৩ বার। আর ১৯৩৮ ছাড়া বাকি সব বারই তারা খেলেছে সর্বনিম্ন কোয়ার্টার ফাইনাল।
এবার সেই দলটিই মুখ থুবড়ে পড়েছে বিশ্বমঞ্চে। দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হারে বিদায় নেয়ার পর টুইটার অ্যাকাউন্টে ক্ষমা চেয়ে জার্মান দল লিখেছে, ‘প্রিয় সমর্থকরা, আমরাও আপনাদের মতো হতাশ। বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আসে। আমরাও নিজেদের প্রতি অনেক আশা করি। বিশ্বচ্যাম্পিয়নদের মতো খেলতে না পারায় আমরা দুঃখিত। এতটাই কষ্ট হচ্ছে যে, মনে হচ্ছে আমাদের বাদ পড়াটাই সঠিক হয়েছে।’