স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: সেনাবাহিনীর (ডিজিএফআই) হেডকোয়ার্টারের মেজর মাসুম পরিচয়ে বসবাস করতেন কোণাবাড়ী এলাকার হরিণা চালা এলাকায়। এলাকার সবাই জানতো মেজর। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এলাকার জনসাধারণকে ভয়ভীতি দেখিয়ে মেজর পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়াই ছিলো তার প্রধান উদ্দেশ্য।
হঠাৎ কোন একদিন কোন এক মাধ্যমে এলাকাবাসী জানতে পারে মেজর পরিচয় দেয়া আপন চৌধুরী (৪০) সেনাবাহিনীর কোন সদস্যই নন, সে একজন প্রতারক। এ ঘটনা জানার পর এলাকায় হাক-ডাক পড়ে যায়। অনেকে গিয়ে নালিশ করে থানায়।
গত রোববার বিকেলে কোণাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আপন চৌধুরী (৪০) কে হরিণা চালা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ভূয়া মেজর ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর যাদুরচর গ্রামের মজিবুর রহমানের সন্তান। গ্রেফতারের সময় তার কাছে প্রতারণার ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আবু সাইদ জানান, মেজর পরিচয়ধারী আপন নামে এক প্রতারককে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন প্রতারণার সাথে জড়িত রয়েছেন। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।