শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সবঝোতা হলে সবই করা সম্ভব: সিইসি

সবঝোতা হলে সবই করা সম্ভব: সিইসি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ রাজনৈতিক দলগুলোকে সমঝোতার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘সমঝোতা হলে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।’ একই সঙ্গে সমঝোতার জন্য উভয়পক্ষকেই ছাড় দেয়ার আহ্বান জানান তিনি।

তার এ বক্তব্যের মাধ্যমে ২৪ জানুয়ারির পরেও নির্বাচন হতে পারে এমন ইঙ্গিত দিলেন সিইসি।

সোমবার রাত সাড়ে ৯টায় নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সমঝোতার জন্য দুপক্ষকেই এগিয়ে আসতে হবে। রাজনীতিবিদরা এমন কাজ করবেন, যেটা দেশের ও দেশের মানুষের জন্য মঙ্গল। এজন্য দু’দলকেই সমানভাবে ছাড় দিয়ে এগিয়ে আসতে হবে।’

সিইসির সঙ্গে এসময় কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক, যুগ্ম সচিব জেসমিন টুলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সন্ধ্যায় কমিশন বৈঠকে ঢাকার বিভাগীয় কমিশনার এএন শামসুদ্দিন আজাদ ও খুলনার জেলা প্রশাসক মেসবাহ উদ্দিনকে বদলির সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে, বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তফসিল স্থগিত করার দাবি জানিয়ে রাতে বিবৃতি দিয়েছেন। একই সঙ্গে সরকারকে সমঝোতার উদ্যোগ নেয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।