শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > সততার সঙ্গে দায়িত্ব পালন করলে দুর্নীতি দমন করা সম্ভব: দুদক সচিব

সততার সঙ্গে দায়িত্ব পালন করলে দুর্নীতি দমন করা সম্ভব: দুদক সচিব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
দুর্নীতি দমন কমিশনের সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেছেন, আমরা প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে পারি তবে দুর্নীতি অনেকাংশে দমন করা সম্ভব। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে হলে আমাদের দুর্নীতির বেড়াজাল থেকে বের হয়ে আসতে হবে।

তিনি শনিবার সকালে গাজীপুর জেলা শহরের রাণী বিলাশমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগের পরিচালক মো: আক্তার হোসেন, সমন্মিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপ-পরিচালক মো: শাহিদুর রহমান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনা বেগম, শিক্ষিকা মনিরাতুল আলম, শিক্ষার্থী ইউসুফ আলী ও সিফাত শুভ প্রমুখ। প্রধান অতিথি ‘সততা স্টোর’ উদ্বোধন এবং ছাত্রদের মধ্যে বিভিন্ন শিক্ষা সামগ্রি বিতরণ করেন। পরে প্রধান অতিথি হাড়িনাল উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর পরিদর্শন করেন।