শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সঙ্গী সম্পর্কে ‘ভালো’ অনুভূতি, নিরাপদ যৌনতায় হুমকিস্বরূপ!

সঙ্গী সম্পর্কে ‘ভালো’ অনুভূতি, নিরাপদ যৌনতায় হুমকিস্বরূপ!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সঙ্গীর সঙ্গে সম্পর্ক যখন ‘নিরাপদ ও ভালো’ বলে অনুভূত হয় তখন তা কখনো কখনো ক্ষতিকর হয়ে ওঠে। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, বিশেষ করে যৌন স্বাস্থ্যগত বিষয়ে তা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এএফপি। সঙ্গীর সঙ্গে সম্পর্ক যখন বিশ্বাসের মোড়কে বাঁধা পড়ে তখন তা উভয়ের মাঝেই একটি নিশ্চয়তার সৃষ্টি করে। এতে যৌনতায় কিছুটা স্বাস্থ্যসচেতনতার ঘাটতি তৈরি হয়। আর এতে উভয়ের মাঝে সচেতনতা কমে যাওয়ায় স্বাস্থ্য হানি হওয়ার মতো বিভিন্ন ঘটনার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে নিরাপদ যৌনতার ঘাটতি তৈরি হতে পারে এর ফলে। সাম্প্রতিক এক গবেষণায় এ বিষয়টি উঠে এসেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কানসাসের গবেষকরা। এতে ৬৫৯ জন বিপরীতকামী পুরুষ ও নারীকে অন্তর্ভুক্ত করা হয়। তাদের অনলাইন ও গবেষণাগারে নানা প্রশ্ন ও পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হন গবেষকরা। এ গবেষণার জন্য তাদের তিনটি ভিন্ন ধরনের গ্রুপে ভাগ করা হয়। সম্পর্কের নিশ্চয়তার ভিত্তিতে তাদের এ ভাগগুলো ছিল- নিরাপদ, উদ্বেগ ও এড়িয়ে চলা। এতে তাদের যৌন অভ্যাসের সঙ্গে সম্পর্কের অবস্থানের বিষয়টি নির্ণয় করা হয়। গবেষকরা জানতে পারেন, অংশগ্রহণকারীরা যখন নিজেদের সম্পর্ক ‘ভালো’ কিংবা ‘নিশ্চয়তাপূর্ণ’ বলে মনে করেন তখন তারা যৌন স্বাস্থ্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়েন। বিশেষ করে যৌনতার সময় কনডম ব্যবহারের মতো নিরাপত্তাকেও তারা অবজ্ঞা করেন। ফলে যৌন নিরাপত্তা বিঘ্নিত হয়। অন্যদিকে সম্পর্ক যখন সন্দেহের দোলাচলে থাকে তখন তারা নিরাপদ যৌনতার দিকে আগ্রহী থাকেন। সে সময় কনডমসহ নানা নিরাপত্তামূলক বিষয়ে আগ্রহ বেড়ে যায়। এ বিষয়ে একজন গবেষক জন সাকালুক। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অব টরন্টো মিসৌগায় কর্মরত। তিনি জানান, যৌনতার ক্ষেত্রে যখন একে অপরকে বিশ্বাস বেড়ে যায় তখন তারা কনডম ব্যবহার অপ্রয়োজনীয় বলে মনে করে। তিনি আরও বলেন, নিরাপত্তা স্বাভাবিকভাবেই ভালো বিষয়। আমরা সম্পর্কের ক্ষেত্রে দেখি তা নিরাপদ বলে অনুভূত হলে যৌনতায় সতর্কতার বিষয়টি হারিয়ে যায়। এক্ষেত্রে তার মতামত হলো, সম্পর্ক যে পর্যায়েই থাকুক না কেন, যৌনতার ক্ষেত্রে নিরাপত্তা যেন হারিয়ে না যায় কিংবা গুরুত্বহীন হয়ে না পড়ে সেজন্য সচেতন থাকা উচিত। এ বিষয়ে গবেষণাটির ফলাফল প্রকাশিত হয়েছে সেক্সুয়াল বিহ্যাভিওর জার্নালে।