শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সঙ্কট নিরসনে আলোচনা হতে পারে

সঙ্কট নিরসনে আলোচনা হতে পারে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ চলমান সঙ্কট নিরসনে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তবে সে ক্ষেত্রে বিএনপি-জামায়াতকে বর্তমান সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নিতে হবে বলে তিনি জানান।

সোমবার বেলা ১২টায় দলের সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মাহবুবুল আলম হানিফ বলেন, ‘আমাদের দেশে তথাকথিত কিছু বুদ্ধিজীবী ও সুশীল সমাজ সংলাপের কথা বলে আসছে। আমি তাদেরকে বলবো বর্তমান সহিংস কর্মকাণ্ড বন্ধ করার জন্য আগে বিএনপি-জামায়াতকে চাপ সৃষ্টি করুন। তাদেরকে বলুন তাদের সহিংস কর্মকাণ্ডের দায় স্বীকার করে নেয়ার জন্য।’

বর্তমান সহিংস কর্মকাণ্ডের জন্য বিএনপি দায়ী নয় তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে হানিফ বলেন, ‘তারা যদি এ কর্মকাণ্ডের জন্য দায়ী না হয় তাহলে তাদের সঙ্গে কি জন্য সংলাপ? বর্তমানে দেশে সঙ্কট হচ্ছে পেট্রোল বোমা মের মানুষ হত্যা, গাড়িতে আগুন দেয়া। এগুলো যদি তারা নাই করে থাকে তাহলে তাদের সঙ্গে সংলাপ কিসেন জন্য?’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত যদি বর্তমান সহিংস কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকে তাহলে ২৪ ঘণ্টার মধ্যে এ কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সম্ভব। তাই করতে আমরা বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, এর আগে রাজধানীর শাহবাগে আওয?ামী লীগের সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক অনুষ্ঠানে হানিফ বলেন, ‘কথা দিলাম ৭ দিনের মধ্যে দেশের চলমান সহিংস কর্মকাণ্ড বন্ধ হবে।’