আন্তর্জাতিক ডেস্ক ॥
ঢাকা: ইন্দোনেশিয়ার বালির ‘মাউন্ট আগুং’ আগ্নেয়গিরি গত বছরের পর আবারও সক্রিয় হয়ে উঠেছে। এর অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে দেশটির নগুরা রাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে।
দেশের দুর্যোগ প্রশমন সংস্থা বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার (২৯ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত বালির বিমানবন্দরের ফ্লাইট বন্ধ থাকবে।
সংস্থাটি জানায়, অগ্ন্যুৎপাতের কারণে এ পর্যন্ত ৪৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার কারণে আট হাজার ৩৩৪ জন যাত্রী দুর্ভোগে পড়েছেন। আর বাতিল হওয়া ৪৮টি ফ্লাইটের মধ্যে ৩৮টি আন্তর্জাতিক ফ্লাইট ও ১০টি অভ্যন্তরীণ।
দুর্যোগ প্রশমন সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাই বায়ুমণ্ডলে আট হাজার ২০০ ফুট পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এছাড়াও ‘মাউন্ট আগুং’র মুখে লালচে শিখা দেখা যাচ্ছে।
বালির উত্তরপূর্ব অঞ্চলের ‘মাউন্ট আগুং’ গত বছরও সক্রিয় হয়েছিল। যে কারণে গত বছরের ডিসেম্বরেও বালির বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল।
কর্তৃপক্ষ অগ্ন্যুপাতের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।
এয়ার এশিয়া, জেট স্টার, কানটাসসহ বেশকয়েকটি বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।