শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সকালটা বর্ণাঢ্য করে দিলো গাজীপুর জেলা শিল্পকলা

সকালটা বর্ণাঢ্য করে দিলো গাজীপুর জেলা শিল্পকলা

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
সকালটা বর্ণাঢ্য সাজে রঙিন করে তুলেছিল গাজীপুর জেলা শিল্পকলা একাডেমি। খুবই উপভোগ্য ছিল। বুধবার সকাল সাড়ে ৮টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা এসে গেছে দলে দলে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের পূর্বপাশে লম্বা লাইনটা যেন ফুটফুটে চাঁদের হাট। হালকা শীতের স্পর্শে বসন্তের আগমনী গান গাইতে গাইতে ৯টায় শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। মনেই হচ্ছিল না এটা জেলা শিল্পকলার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নয়। তবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই জমকালো আয়োজনকে মোটেই বাড়াবাড়ি বলবার জো নেই।

প্রধান অতিথি জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম রঙিন ফানুস উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আর চলতে শুরু করলো শোভাযাত্রার ছোট-বড় সবাই। ব্যান্ড বাজিয়ে নগরীর প্রাণকেন্দ্রে রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে সবাই এসে জেলা প্রশাসকের নাটমন্দিরে সুসজ্জিত মঞ্চের সামনের আসনগুলোতে আয়েশ করে বসে পড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্যে। জাতীয় সংগীতের পর বসন্ত বরণের গান গেয়ে শিল্পকলার শিক্ষার্থী-শিক্ষকরা এই ঋতুরাজকে হৃদয়ের আসন পেতে দেয়। নৃত্য-গান তো ছিলই; পুরস্কার বিতরণ, আলোচনা সভা ইত্যকার সবই হয়ে গেলো এক সাথে একই মঞ্চে।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন পুলিশ সুপার শামসুন্নাহার, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সহ: অধ্যাপক অসিম বিভাকর, জেলা কালচারাল অফিসার শারমীন জাহান, বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী, লিয়াকত চৌধুরী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এ্যাডভোকেট আহমেদুল কবীর অরুণ।