শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সংবাদ সম্মেলন বন্ধের হুমকি দিয়েছে ডিবি : অভিযোগ মাহমুদুর রহমানের

সংবাদ সম্মেলন বন্ধের হুমকি দিয়েছে ডিবি : অভিযোগ মাহমুদুর রহমানের

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গুলশানের বাসায় সাদা পোশাকে পুলিশ ঢুকে হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে তাকে রোববার সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিতব্য একটি সংবাদ সম্মেলন বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহেদ চৌধুরী জানান, শনিবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর সড়কের ১ নম্বর বাড়ির সামনে ডিবি পুলিশের একটি গাড়ি অপেক্ষা করে। সকাল ৮টায় পুলিশ বাড়িতে ঢুকে মাহমুদুর রহমানের গাড়ি চালককে বাসা থেকে বের না হওয়ার নির্দেশ দেয়। এ সময় মাহমুদুর রহমান বাড়ির ৩ তলার ফ্ল্যাটে অবস্থান করছিলেন।
পরে তিনি ফ্ল্যাট থেকে নেমে আসেন। পুলিশ তাকে আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্টিতব্য একটি সংবাদ সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য নির্দেশ দেয়।

ভারতে গো হত্যা নামে মানুষ হত্যার প্রতিবাদ জানাতেই মাহামুদর রহমান আজ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন।
এ ব্যাপারে জাহেদ চৌধুরী আরো বলেন, এখন ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সুত্র : দৈনিক আমাদের সময়