শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সংজ্ঞা নির্ধারণ হল মুক্তিযোদ্ধার

সংজ্ঞা নির্ধারণ হল মুক্তিযোদ্ধার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নির্ধারণ করেছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়।

১৯৭১ সালের ২৬ মার্চে যাঁদের বয়স ১৫ বছর, যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা বলে পরিগণিত হবেন।
জাতীয় মুক্তি কাউন্সিল (জামুকা) কার্যালয়ে আজ অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা কাউন্সিলের এক সভায় সিদ্ধান্ত হয়।
এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। এতে উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মেজর (অব.) ওয়াকার হাসান বীর প্রতীক প্রমুখ।
সভায় বলা হয়, লাল বই, ভারতীয় বই এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত সার্টিফিকেট যাঁদের রয়েছে, কেবল তাঁরাই মুক্তিযোদ্ধা বলে গণ্য হবেন।
সভায় বলা হয়, যেসব পেশাজীবী বিদেশের মাটিতে থেকে বাংলাদেশের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠন করেছেন, মুজিব নগর কর্মকর্তা-কর্মচারী, সশস্ত্র বাহিনীর আনসার পুলিশ, তৎকালীন বিডিআর এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাসদস্য, যুদ্ধকালীন মেডিক্যাল টিম, স্বাধীন বাংলা ফুটবল টিম, এমএনএ এমসিএ মুক্তিযোদ্ধা হিসাবে গণ্য হবেন।