সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সংঘর্ষে ২ জামায়াতকর্মী নিহত

সংঘর্ষে ২ জামায়াতকর্মী নিহত

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, রংপুর ॥ নগরীর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি ভোটকেন্দ্র দখলের সময় পুলিশের সঙ্গে শিবির ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ রাবারবুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে গুলিবিদ্ধ হয়ে ২ জামায়াতকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন কমপক্ষে ১০ জন।

আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার পারুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরাজুল ইসলাম (৩৫) ও হাদিউজ্জামান (১৪)। এদের মধ্যে মিরাজুল একই ইউনিয়নের আরাজিচালুনিয়া গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে দেউতি ভোটকেন্দ্রে জামায়াত-শিবিরকর্মীরা দখল করে অগ্নিসংযোগ করতে যায়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবারবুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই জামায়াতকর্মী মিরাজুল ও শিবিরকর্মী হাবিবউজ্জামান হাবিব নিহত হন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ১০ জন।

পীরগাছা থানার ওসি মকবুল হোসেন জানান, ভোরে রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) ভোটকেন্দ্র দেউতি স্কুল অ্যান্ড কলেজের দখল নেয়ার চেষ্টা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়।

দেউতি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন জানান, হামলাকারীরা ব্যালট পেপার পুড়িয়ে দেয়ায় ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।