রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সংঘবদ্ধভাবে নয়, বিছিন্নভাবে আইএস থাকতে পারে

সংঘবদ্ধভাবে নয়, বিছিন্নভাবে আইএস থাকতে পারে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, সংঘবদ্ধভাবে আইএস থাকতে পারে বলে সরকার মনে করছে না। তবে ব্যক্তিগতভাবে বা বিছিন্নভাবে জঙ্গি সংগঠন ইসলামি স্টেটের (আইএস) সদস্য এদেশে থাকতে পারে।
রোববার সকালে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আ ক ম মোজাম্মেল হক বলেন, দুই বিদেশী হত্যাকাণ্ডের বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে। এর সঙ্গে জামায়াত-বিএনপি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সরকার।
প্রায় ১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে মেহেরপুর শহরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। সকাল ১০টার দিকে মুক্তিযুক্ত বিষয়কমন্ত্রী ভবনের ফলক উন্মোচন ও ভবন প্রাঙ্গণে একটি বকুল গাছের চারা রোপণ করেন। পরে নতুন ভবনের কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সের নির্মাণ কাজ আবারও শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের আগেই কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসময় জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।