রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > সংকট নিরসনে সংলাপ না হলে আন্দোলন: ফখরুল

সংকট নিরসনে সংলাপ না হলে আন্দোলন: ফখরুল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে আসতে হবে। তা না হলে আন্দোলন ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
তিনি বলেন, সংলাপের একমাত্র এজেন্ডা হতে হবে সব দলের অংশগ্রহণে দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া।
বুধবার সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনিপর স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম প্রমুখ।