সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > শ্রীপুর হবে মানবিক উপশহর: ইকবাল হোসেন সবুজ

শ্রীপুর হবে মানবিক উপশহর: ইকবাল হোসেন সবুজ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি ॥
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, শ্রীপুর হবে মানবিক উপশহর। যেখানে থাকবে না কোন হানাহানি, চাঁদাবাজি, জমি দখল, হিংসাবিদ্বেষ, জোট ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ও সকল দলের লোকেরা একসাথে এক কাতারে চলবে। এমন এক মানবিক উপশহর গড়তে চাই শ্রীপুরকে।

তিনি আজ সোমবার বিকালে প্রহলাদপুর স্কুল এন্ড কলেজ মাঠে প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রহলাদপুর ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল হক আকন্দের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী অনিল চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌর সভার মেয়র ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. সামসুল আলম প্রধান, জেলা কমিটির দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসেন দিলু, জেলা কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক মো: হুমায়ূন কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মাহতাব উদ্দিন, মহিলা (সংরক্ষিত) ভাইস চেয়ারম্যান লুৎফুর নাহার নাজমা, ছাত্রলীগে নেতা হারুন খান, এ্যাড. খোকন বেপারী, সাখাওয়াত হোসেন রেজা প্রমুখ।

প্রধান অতিথি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ার করে বলেন, আমার দলের নেতাকর্মীরা দলের নাম ভাংগিয়ে কোন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকতে পারবেন না। যদি কোন অভিযোগ পাওয়া যায় আর প্রমাণ মিলে তবে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশন বিকাল ৫টায় শুরু হয় প্রহলাদপুর ইউনিয়ন পরিষদে। এ অধিবেশনে ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এ নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নূরুল হক আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শ্রী অনিল চন্দ্র দাস।

উল্লেখ্য, প্রহলাদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বিগত কমিটিতেও এ দু’জনই ছিলেন।