শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > শ্রীপুরে ২ দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ উদ্বোধন

শ্রীপুরে ২ দিনব্যাপী মৎস্য প্রশিক্ষণ উদ্বোধন

শেয়ার করুন

আবুবকর সিদ্দিক
শ্রীপুর ব্যুরো ॥
গাজীপুর: শ্রীপুরে দুইদিনব্যাপী আধুনিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার।
উপজেলা পরিষদের উদ্যোগে ইউজিডিপির সহযোগিতায় উপজেলা মৎস্য অফিসের তত্বাবধানে মৎস্য চাষী ও পুকুর মালিকদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ক্ষণিকা হলরুমে বিভিন্ন ইউনিয়নের ৪০ জন মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে রেহেনা আকতার বলেন, খাদ্যের পাশাপাশি মৎস্যতেও আমরা স্বয়ং সম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছি। এখন আমাদের নিরাপদ মৎস্য উৎপাদন করে বিদেশে মাছ রপ্তানি করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা স্থানীয় সরকার ও জাইকার উপজেলা সমন্বয়কারী মোঃ আবুল হোসেন ভূইয়া, উপজেলা মৎস্য অফিসার মোঃ বদিউজ্জামান।
বৃহস্পতিবার এ প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হবে।