শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শ্রীপুরে ব্যাংক থেকে টাকার ব্যাগ চুরির অভিযোগে একজন গ্রেফতার

শ্রীপুরে ব্যাংক থেকে টাকার ব্যাগ চুরির অভিযোগে একজন গ্রেফতার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুরে ইসলামী ব্যাংক থেকে গ্রাহকের ২৫ লাখ ৬৫ হাজার টাকার ব্যাগ চুরির অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
এ বিষয়ে আজ (রবিবার) দুপুরে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার হারুন অর রশীদ এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
গত ৪ মার্চ গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা শাখার ইসলামী ব্যাংককে একজন গ্রাহক ২৫ লাখ ৬৫ হাজার টাকার জমা দেওয়ার জন্য প্রবেশ করেন। গ্রাহক টাকার ব্যাগ পাশে রেখে টাকা জমাদান ফরম পূরণ করতে লাগলে পাশে রাখা টাকার ব্যাগ চুরি হয়ে যায়। এ বিষয়ে ভালুকা মাস্টার বাড়ীর চুংলিয়াং নিউ এনার্জী টেকনোলজি কোম্পানী লিঃ এর সহকারী ম্যানেজার মোঃ ইলিয়াস মিয়া ওইদিন শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। গাজীপুর জেলা পুলিশ তদন্তকালে সিসি টিভি ফুটেজ দেখে এবং টেকনোলজি ব্যবহার করে গত ৩১ মার্চ রাতে লুৎফুর রহমান ওরফে রবিউল ইসলাম ওরফে রবি (৫২) পিতা ফায়েজ মোল্লা ওরফে হাবিবুর রহমান সাং- ঘাটভিলা, থানা মোল্লার হাট, জেলা- বাগেরহাট, বর্তমান ঠিকানা- সাং- কামারজুরি খালপাড়, হুমায়ুনের বাড়ীর ভাড়াটিয়া, থানা জয়দেবপুর, জেলা- গাজীপুরকে গ্রেফতার করে এবং তার নিকট হতে চুরির ঘটনায় ৮০ হাজার টাকা, টাকার ব্যাগ ও চুরির সময় পরিহিত শার্ট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে উক্ত টাকা চুরির কথা স্বীকার করে এবং কয়েক জন মিলে উক্ত টাকা ভাগাভাগী করে নেয়।