বাংলাভূমি ডেস্ক ॥
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধাকে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ১ নম্বর ওয়ার্ডের সুতাপাড়া (উজিলাব) এলাকায় ঘটনাটি ঘটে। বৃদ্ধার নাম সুফিয়া আক্তার (৮০)। তিনি ওই এলাকার মৃত রুস্তম আলীর স্ত্রী।
নিহতের ছেলে ইন্তাজ আলী জানান, প্রতিবেশী মোসলেম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাঁদের। মোসলেম উদ্দিনের ছেলে বাচ্চু গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁদের বাড়ি গিয়ে তাঁর মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। ঘটনার প্রায় ২০ মিনিট পর পাঁচ থেকে ছয় দুর্বৃত্ত অতর্কিতে তাঁদের বাড়িতে হামলা চালায়। ওই সময় দুর্বৃত্তরা তাঁর মাকে বেধড়ক পেটায়। ইন্তাজ আলী দাবি করেন, তাঁরা দুর্বৃত্তদের চিনেছেন।
নিহতের বড় ছেলে আবদুস ছাত্তার জানান, সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁর মাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মফিজ মল্লিক বলেন, ‘নিহতের শরীরে আঘাতের আলামত রয়েছে। অভিযোগ পেলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।’