শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > শ্রীপুরে বাল্যবিয়ে হলে শাস্তি পাবে কাজি : ইউএনও

শ্রীপুরে বাল্যবিয়ে হলে শাস্তি পাবে কাজি : ইউএনও

শেয়ার করুন

শ্রীপুর প্রতিনিধি ॥
গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে বাল্যবিয়ে হলে প্রথমে কাজিকে শাস্তির আওতায় আনা হবে।

কোথাও বাল্যবিয়ে আয়োজনের প্রস্তুতি হলে শ্রীপুর ইয়ুথ ফোরাম উপজেলা প্রশাসনকে তথ্য সরবরাহ করবে।

শিশুর সুরক্ষা নিশ্চিত ও বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে ইয়ুথ ফোরামের উদ্যোগে ওই কর্মশালার আয়োজন করা হয়।

ইয়ুথ ফোরামের সভাপতি সাহিদা আক্তার স্বর্ণার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শেখ সাদী, উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউজ্জামান, মহিলাবিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আবদুল বাতেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ, প্ল্যান ইন্টারন্যাশনালের কর্মসূচি সমন্বয়কারী নজরুল ইসলাম, গোসিংগা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তাজউদ্দিন আহমেদ, শিক্ষক আবুল কালাম আজাদ, হারুন অর রশীদ প্রমুখ।