সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শ্রীপুরে বজ্রপাত,আহত ২০

শ্রীপুরে বজ্রপাত,আহত ২০

শেয়ার করুন

শ্রীপুর (গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রীপুর উপজেলার বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে মধ্যাহ্ন বিরতি চলছে। শিক্ষার্থীরা স্কুলমাঠ ও আশেপাশে খেলাধুলা করছে। আবার কেউ টিফিন করছে। সবাই যখন সবার কাজে ব্যস্ত ,এমন সময় হঠাৎ বিকট শব্দে হলো বজ্রপাত। এতে আতঙ্কিত হয়ে পড়ে স্কুলে আসা প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী। হতবাক হন শিক্ষকরাও। ছুটাছুটি করতে থাকে শিক্ষার্থীরা। এতে আতঙ্কে অন্তত ২০ শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। এর মধ্যে ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তবে বজ্রপাতটি স্কুলের মধ্যে না পড়ায় অল্পের জন্য রক্ষা পান ৪ শতাধিক শিক্ষার্থী-শিক্ষক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হক বলেন, ‘মঙ্গলবার স্কুলে প্রায় ৪শ শিক্ষার্থী উপস্থিত ছিল। দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এসময় বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতি চলছিল। কিছু শিক্ষার্থী বিদ্যালয় আঙিনায় ঘুরাফেরা করছিল। বজ্রপাতের পর ছাত্রীরা একের পর এক জ্ঞান হারাতে থাকে। পরে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।’