শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে…

শ্রীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে…

শেয়ার করুন

শ্রীপুর ব্যুরো ॥

গাজীপুর: নিহত হাবিবুর রহমাননিহত হাবিবুর রহমানমাত্র ৫শ টাকা পাওনা নিয়ে চাচা-ভাতিজার কথা-কাটাকাটি। অতঃপর ইটের আঘাতে চাচা নিহত। শুক্রবার সন্ধ্যা সাতটায় গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

নিহত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৩৫)। অভিযুক্ত ব্যক্তির নাম হুমায়ূন (২৮)। তাঁরা দুজনে দূরসম্পর্কের চাচা-ভাতিজা। নিহত হাবিবুর পেশায় ফার্নিচার ব্যবসায়ী ছিলেন।

হাবিবুরের আত্মীয় রুবেল মিয়া বলেন, হুমায়ূনের কাছে হাবিবুরের ৫শ টাকা পাওনা ছিল। শুক্রবার সন্ধ্যায় আবদার গ্রামের দাদা গ্রুপের পাশের মাঠে ফুটবল খেলা চলছিল। সেখানে হুমায়ূনকে দেখতে পেয়ে তার কাছে পাওনা টাকা ফেরত চান হাবিবুর। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হুমায়ূন হাবিবুরের ঘাড়ে ইট দিয়ে আঘাত করেন। এতে হাবিবুর মাটিতে লুটিয়ে পড়েন।

রুবেল মিয়া বলেন, উপস্থিত লোকজনের সহযোগিতায় হাবিবুরকে প্রথমে শ্রীপুরের মাওনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ময়মনসিংহ নেওয়ার পথে ভালুকা হাসপাতালে চিকিৎসককে দেখালে হাবিবুরকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কথা-কাটাকাটির জেরে একজনের আঘাতে অপরজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় মামলা নেওয়া হবে।’