শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

শ্রীপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন

শ্রীপুর (গাজীপুর) থেকে রাজীবুল হাসান ॥
শ্রী’পুরে গাছের চারা রোপন করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আ: ছালাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতরা হলেন-ফালানের স্ত্রী আসমা, তার ভাই ছালাম ও ফনি মিয়া। জানা গেছে, গিলাশ্বর গ্রামের মহিউদ্দিনের ছেলে হৃদয় মিয়ার সঙ্গে একই এলাকার ফালান মিয়ার পূর্ব থেকেই বিরোধ চলছিল। মঙ্গলবারবিকালে ফালান মিয়ার জমিতে হৃদয় ও তার লোকজন জলপাই গাছের চারা রোপন করায় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হৃদয় ও তার লোকজন ফালানকে দা, লাঠি দিয়েএলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় ফালানের স্ত্রী আসমা, তার ভাই ছালাম ও ফনি মিয়া তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে শ্রীপুর হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় ছালাম ও আছমাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। বুধবার বেলা ১১টায় চিকিৎসাধীন অবস্থায় আ: ছালামের মৃত্যু হয়। এ ঘটনায় ফালান বাদী হয়ে শ্রীপুর থানায় বুধবার সকালে মামলা করে। পুলিশ মহিউদ্দিন নামে একজনকে গ্রেফতার করে। শ্রীপুর থানার সেকেন্ড অফিসার হেলাল উদ্দিন জানান, ফালানের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। আ: ছালামের মৃত্যু সংক্রান্ত কাগজপত্র এলে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।